Published On: বৃহঃ, এপ্রি ৫, ২০১৮

রাজস্থলীতে সেটেলার বাঙালিদের হামলায় সুধাংশু তনচঙ্গ্যা মারাত্মক আহত

Share This

গত ৩ এপ্রিল ২০১৮ বিকাল ৪ ঘটিকায় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পূনর্বাসন পাড়ার বাসিন্দা সুধাংশু তনচঙ্গ্যা(৫০)সেটেলার বাঙালিদের হামলায় মারাত্মক আহত হয়েছে।

জানা যায়, মো: মিজানুর রহমানের নেতৃত্বে ৮/১০ জন সেটেলার বাঙালি বাগানের গাছ, বাঁশ কেটে কয়লা তৈরি করছে এ খবর পেয়ে বাগানের মালিক সুধাংশু তনচঙ্গ্যা একজন সঙ্গী মংহ্লাউ মারমাসহ ঘটনাস্থলে যায়। এসময় সেটেলার বাঙালিরা তাদের উপর হামলা চালায়। মংহ্লাউ মারমা পালিয়ে যেতে পারলেও সুধাংশু তনচঙ্গ্যাকে ধরে সেটেলার বাঙালিরা বেদম মারধর করে। মারাত্মক আহত অবস্থায় সুধাংশু তনচঙ্গ্যাকে ধরে নিয়ে গাইন্দ্যা ইউনিয়নের ৫নং সেটেলার গ্রামে আটকে রাখে। পরে স্থানীয় হেডম্যান ও ইউপি সদস্যসহ গ্রামের লোকজন সুধাংশু তনচঙ্গ্যাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধারের পর রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করে।

হামলাকারী সেটেলার বাঙালিরা হল: ১. মো: মিজানুর রহমান(৫০), ২. মো: মিঠু রহমান, ৩. মো: তারেকুল ইসলাম, ৪. মো: আবদুল ছাত্তার হোসেন, ৪. মো: মশিউর রহমান, ৫. মো: আমিনুল ইসলাম

About the Author

অধ্যাপক অধ্যাপক আনিসুজ্জামানের অধ্যাপক আনিসুজ্জামানের কাছে আরেকটি খোলা চিঠি অনিয়মের প্রতিবাদে অনুষ্ঠান শুরু হয়েছে আইনজীবীরা আনিসুজ্জামানের কমরেড কমরেড জসিম উদ্দিন মণ্ডলের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কাছে আরেকটি খোলা চিঠি খাগড়াছড়িতে খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন খোলা চিঠি চীবর দানোৎসব শুরু ছুটিতে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন জসিম উদ্দিন জসিম উদ্দিন মণ্ডলের প্রতি জ্যেষ্ঠ জ্যেষ্ঠ আইনজীবীরা জ্যেষ্ঠ আইনজীবীরা উদ্বিগ্নঃ প্রধান বিচারপতির ছুটিতে ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান পাহাড়ে পাহাড়ে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু পিসিপি’র রাঙ্গামাটি পিসিপি’র রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার ২১তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন প্রধান বিচারপতি ছুটিতে বান্দরবানের বান্দরবানের রোহিঙ্গাদের বালুখালীতে স্থানান্তর শুরু বালুখালীতে বিচারপতি বৌদ্ধদের অন্যতম মাসব্যাপী কঠিন রোহিঙ্গাদের শিক্ষক নিয়োগে শিক্ষক নিয়োগে অনিয়মের শেষ শ্রদ্ধা শেষ শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন সংবাদ সম্মেলন সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন সরকারি কলেজ শাখার স্থানান্তর শুরু ২১তম ২১তম বার্ষিক শাখা
উপরে