Published On: শনি, মার্চ ২৪, ২০১৮

ঢাকায় ওমেন কনসার্ট অনুষ্ঠিত

Share This

শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে “গানে-শ্লোগানে প্রাণের মিলনমেলা” এই শিরোনামকে সামনে রেখে রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হল ওমেন কনসার্ট।

বাংলাদেশের প্রথম আদিবাসী নারী ব্যান্ড “এফ মাইনর” ও জনউদ্যোগের যৌথ আয়োজনে এই “ওমেন কনসার্ট” টি অনুষ্ঠিত হয়েছে।

কনসার্টে উদ্বোধনী সঙ্গীত পরিবেশ করে এফ মাইনর। এরপর রাঙ্গামাটি থেকে আগত তিশা দেওয়ান পরপর টিনটি গান পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলে।

তরুন নারী কবি শিশির বিন্দু মঞ্চে সংহতি জানাতে এসে বলেন, এফ আইনরের এই উদয়গ সত্যিই প্রসংশনীয়। এধরনের উদ্যোগ আরও বেশি বেশি করে হোক। নারী মুক্তির লড়াইয়ে এই আয়োজন, এই পথচলা আরও বেগবান করবে।
এরপর এফ মাইনর তাদের দ্বিতীয় গান মঞ্চে পরিবেশন করে।

এফ মাইনরের ওমেন কনসার্ট আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চানচিয়ার সমন্বয়ক ও মাদলের সদস্য এন্থনী রেমা বলেন, নারীদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এফ মাইনর নারী এবং আদিবাসী ব্যান্ড হিসেবে নারীর অগ্রযাত্রায়, নারীদের মুক্তির সুদীর্ঘ লড়াইয়ে বড় অবদান রাখুক এই আমাদের প্রত্যাশা।

এরপরই মঞ্চে আসে গানের দল সমগীত। প্রথমে একটি লোকসঙ্গীত পরিবেশনা করে মঞ্চ মাতায়। এরপর পরপর ঝর্নার ছন্দে ও ধর্ম যার যার দুনিয়া সবার গান দুটি পরিবেশন করে।

থিয়েটার সংগঠন বহ্নিশিখা তাদের ছোট থিয়েটার রিডিং মঞ্চস্থ করে। সেখানে বাংলাদেশের বাঙ্গালী, আদিবাসী সহ সকল শ্রেনীপেশার নারীদের শোষণ বঞ্ছনা এবং নির্যাতিত হওয়ার গল্পগুলো উঠে আসে।

টিভি উপস্থাপিকা এবং সাংবাদিক মুন্নী সাহা মঞ্ছে সংহতি জানাতে এসে বলেন, বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে, এফ মাইনর এর একটি উদাহারন। এফ মাইনর সামনের দিনে আরও ভাল একটি গানের দল হিসেবে গড়ে উঠুক এই প্রত্যাশা করি।

এরপর ঐশী ম্রং এবং প্রাপ্ত রেমার যৌথ সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

সমাপনী সঙ্গীত পরিবেশন করে এফ মাইনর। গারো জনগোষ্ঠীর জনপ্রিয় লোকসঙ্গীত রেরে পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।

About the Author

অধ্যাপক অধ্যাপক আনিসুজ্জামানের অধ্যাপক আনিসুজ্জামানের কাছে আরেকটি খোলা চিঠি অনিয়মের প্রতিবাদে অনুষ্ঠান শুরু হয়েছে আইনজীবীরা আনিসুজ্জামানের কমরেড কমরেড জসিম উদ্দিন মণ্ডলের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কাছে আরেকটি খোলা চিঠি খাগড়াছড়িতে খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন খোলা চিঠি চীবর দানোৎসব শুরু ছুটিতে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন জসিম উদ্দিন জসিম উদ্দিন মণ্ডলের প্রতি জ্যেষ্ঠ জ্যেষ্ঠ আইনজীবীরা জ্যেষ্ঠ আইনজীবীরা উদ্বিগ্নঃ প্রধান বিচারপতির ছুটিতে ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান পাহাড়ে পাহাড়ে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু পিসিপি’র রাঙ্গামাটি পিসিপি’র রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার ২১তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন প্রধান বিচারপতি ছুটিতে বান্দরবানের বান্দরবানের রোহিঙ্গাদের বালুখালীতে স্থানান্তর শুরু বালুখালীতে বিচারপতি বৌদ্ধদের অন্যতম মাসব্যাপী কঠিন রোহিঙ্গাদের শিক্ষক নিয়োগে শিক্ষক নিয়োগে অনিয়মের শেষ শ্রদ্ধা শেষ শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন সংবাদ সম্মেলন সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন সরকারি কলেজ শাখার স্থানান্তর শুরু ২১তম ২১তম বার্ষিক শাখা
উপরে