Published On: মঙ্গল, জানু ২৩, ২০১৮

বনফুল আদিবাসী গ্রীন হার্ট কলেজে দুদিনব্যাপী সহশিক্ষা কার্যক্রম

Share This
Tags

শ্যাম সাগর মানকিনঃ আজ থেকে বনফুল আদিবাসী গ্রীন হার্ট কলেজে দুদিনব্যাপী সহশিক্ষা কার্যক্রম শুরু হয়েছে । এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনে বিভিন্ন উত্সব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে ।

সকালে এক উদ্বোধনী ও আলোচনা সভার মাধ্যমে সহশিক্ষা কার্যক্রম-২০১৮’র অনুষ্ঠান শুরু হয় । কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন । তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, “বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, আমাদের বিজ্ঞানের সাথে চলতে হবে, তাই আইসিটি বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের আরো বেশি যত্নবান হতে হবে।” তিনি বনফুল আদিবাসী গ্রীন হার্ট কলেজ একটা অসাম্প্রদায়িক শিক্ষা প্রতিষ্ঠান এবং সব ধর্মের শিক্ষার্থী সমান সুযোগের ভাগীদার বলেও তার বক্তব্যে জানান । আলোচনা অনুষ্ঠানের সভাপতি ও কলেজের রেক্টর তরুন কান্তি বড়ুয়া তার বক্তব্যে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন “মূল শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজন রয়েছে । এর মাধ্যমে শিক্ষার্থীরা বিকশিত হয়ে ওঠে ।’’ সংক্ষিপ্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল, বনফুল আদিবাসী ট্রাস্টের সদস্য রিয়েল দেওয়ান ও প্রীতিময় চাকমা, সহকারী অধ্যাপক সৈয়দ নাসির আফজাল এবং প্রভাষক হাবিবা আক্তার প্রমুখ । এরপর বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন উপস্থিত অতিথীবৃন্দ ।

সহশিক্ষা কার্যক্রম উপলক্ষে কলেজ প্রাঙ্গনে আইসিটি উত্সব, গণিত উত্সব, বিজ্ঞান উত্সব ও পিঠা উত্সব নামে বিভিন্ন আয়োজন করা হয়েছে । সেখানে শিক্ষার্থীদের নানা উদ্ভাবনীর প্রদর্শনী করা হয় । দুদিনব্যাপী এই আয়োজন আগামীকাল শেষ দিনেও নানান কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানায় ।

About the Author

অধ্যাপক অধ্যাপক আনিসুজ্জামানের অধ্যাপক আনিসুজ্জামানের কাছে আরেকটি খোলা চিঠি অনিয়মের প্রতিবাদে অনুষ্ঠান শুরু হয়েছে আইনজীবীরা আনিসুজ্জামানের কমরেড কমরেড জসিম উদ্দিন মণ্ডলের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কাছে আরেকটি খোলা চিঠি খাগড়াছড়িতে খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন খোলা চিঠি চীবর দানোৎসব শুরু ছুটিতে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন জসিম উদ্দিন জসিম উদ্দিন মণ্ডলের প্রতি জ্যেষ্ঠ জ্যেষ্ঠ আইনজীবীরা জ্যেষ্ঠ আইনজীবীরা উদ্বিগ্নঃ প্রধান বিচারপতির ছুটিতে ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান পাহাড়ে পাহাড়ে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু পিসিপি’র রাঙ্গামাটি পিসিপি’র রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার ২১তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন প্রধান বিচারপতি ছুটিতে বান্দরবানের বান্দরবানের রোহিঙ্গাদের বালুখালীতে স্থানান্তর শুরু বালুখালীতে বিচারপতি বৌদ্ধদের অন্যতম মাসব্যাপী কঠিন রোহিঙ্গাদের শিক্ষক নিয়োগে শিক্ষক নিয়োগে অনিয়মের শেষ শ্রদ্ধা শেষ শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন সংবাদ সম্মেলন সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন সরকারি কলেজ শাখার স্থানান্তর শুরু ২১তম ২১তম বার্ষিক শাখা
উপরে