Published On: শুক্র, নভে ২৪, ২০১৭

বিএমএসসির ১৬তম সম্মেলন শুরু

Share This
Tags

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে মারমা স্টুডেন্টস কাউন্সিলের ১৬তম কেন্দ্রীয় সম্মেলন। আজ শুক্রবার সকালে ডনবস্কো স্কুল এলাকা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

.

জেলা শহর ছাড়াও উপজেলা ও অন্যান্য এলাকা থেকে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্মেলন উপলক্ষে বান্দরবান শহরে আসেন। নিজেদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য সমুন্নত রাখার আহ্ববানের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনব্যাপী এই সম্মেলন। দুপুরে টাউন হলে আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকালে শোভাযাত্রা শুরু হওয়ার আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্ধোধন করেন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক সুইবাই রোয়াজা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মারমা লেখক গবেষক ক্যশৈ প্রু খোকা, চাকমা সার্কেলের রানী য়েন য়েন প্রমুখ।

উল্লেখ্য, সমাজে শিক্ষা উন্নয়ন, সামাজিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং উচ্চ শিক্ষায় মারমা শিক্ষার্থী বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৯ সালে সংগঠটির জন্ম হয়। শিক্ষা উন্নয়নের পাশাপাশি সামাজিক অসঙ্গতি প্রতিরোধ এবং ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য রক্ষার্থে কাজ করে যাচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা।

About the Author

অধ্যাপক অধ্যাপক আনিসুজ্জামানের অধ্যাপক আনিসুজ্জামানের কাছে আরেকটি খোলা চিঠি অনিয়মের প্রতিবাদে অনুষ্ঠান শুরু হয়েছে আইনজীবীরা আনিসুজ্জামানের কমরেড কমরেড জসিম উদ্দিন মণ্ডলের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কাছে আরেকটি খোলা চিঠি খাগড়াছড়িতে খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন খোলা চিঠি চীবর দানোৎসব শুরু ছুটিতে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন জসিম উদ্দিন জসিম উদ্দিন মণ্ডলের প্রতি জ্যেষ্ঠ জ্যেষ্ঠ আইনজীবীরা জ্যেষ্ঠ আইনজীবীরা উদ্বিগ্নঃ প্রধান বিচারপতির ছুটিতে ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান পাহাড়ে পাহাড়ে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু পিসিপি’র রাঙ্গামাটি পিসিপি’র রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার ২১তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন প্রধান বিচারপতি ছুটিতে বান্দরবানের বান্দরবানের রোহিঙ্গাদের বালুখালীতে স্থানান্তর শুরু বালুখালীতে বিচারপতি বৌদ্ধদের অন্যতম মাসব্যাপী কঠিন রোহিঙ্গাদের শিক্ষক নিয়োগে শিক্ষক নিয়োগে অনিয়মের শেষ শ্রদ্ধা শেষ শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন সংবাদ সম্মেলন সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন সরকারি কলেজ শাখার স্থানান্তর শুরু ২১তম ২১তম বার্ষিক শাখা
উপরে