Published On: বুধ, নভে ২২, ২০১৭

আগামীকাল ঢাবিতে অনুষ্ঠিত হবে আদিবাসী চলচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Share This
Tags

“ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্রে নির্মাণ করি সমৃদ্ধ বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল ২৩শে নভেম্বর,২০১৭ ইং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আদিবাসী চলচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া জুম্ম শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চার সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় জুম লিটারেচার এন্ড কালচারাল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই চলচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড: আখতারুজ্জামান।

এছাড়াও অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সম্মানিত প্রভাষক অনুরাগ চাকমা এবং পালি এন্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের সম্মানিত প্রভাষক জ্যোতিষী চাকমা।

আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনে থাকছে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষার চলচিত্র প্রদর্শনী। চলচিত্র প্রদর্শনীর পরপরই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। থাকবে মারমা, বম, তঞ্চঙ্গ্যা, চাক ও ত্রিপুরা ভাষায় কবিতা আবৃত্তি। চলচিত্র প্রদর্শনী শুরু হবে দুপুর ২.০০ টায়। টিকিটের দাম রাখা হয়েছে ২০ টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম লিটারেচার এন্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক হীরা চাকমা জানিয়েছেন, চলচিত্র প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ অাগামী ডিসেম্বরে বান্দরবানের থানচির দুর্গম ও প্রান্তিক বিভিন্ন ম্রো পাড়ায় শীতবস্ত্র বিতরণে ব্যয় করা হবে। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল চেতনাকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া জুম্ম শিক্ষার্থীদের এই সাহিত্য ও সংস্কৃতি চর্চার সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃজনশীল নানা আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক বৈচিত্রকে সকলের সামনে নতুনভাবে উপস্থাপনের প্রয়াসে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

About the Author

অধ্যাপক অধ্যাপক আনিসুজ্জামানের অধ্যাপক আনিসুজ্জামানের কাছে আরেকটি খোলা চিঠি অনিয়মের প্রতিবাদে অনুষ্ঠান শুরু হয়েছে আইনজীবীরা আনিসুজ্জামানের কমরেড কমরেড জসিম উদ্দিন মণ্ডলের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কাছে আরেকটি খোলা চিঠি খাগড়াছড়িতে খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন খোলা চিঠি চীবর দানোৎসব শুরু ছুটিতে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন জসিম উদ্দিন জসিম উদ্দিন মণ্ডলের প্রতি জ্যেষ্ঠ জ্যেষ্ঠ আইনজীবীরা জ্যেষ্ঠ আইনজীবীরা উদ্বিগ্নঃ প্রধান বিচারপতির ছুটিতে ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান পাহাড়ে পাহাড়ে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু পিসিপি’র রাঙ্গামাটি পিসিপি’র রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার ২১তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন প্রধান বিচারপতি ছুটিতে বান্দরবানের বান্দরবানের রোহিঙ্গাদের বালুখালীতে স্থানান্তর শুরু বালুখালীতে বিচারপতি বৌদ্ধদের অন্যতম মাসব্যাপী কঠিন রোহিঙ্গাদের শিক্ষক নিয়োগে শিক্ষক নিয়োগে অনিয়মের শেষ শ্রদ্ধা শেষ শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন সংবাদ সম্মেলন সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন সরকারি কলেজ শাখার স্থানান্তর শুরু ২১তম ২১তম বার্ষিক শাখা
উপরে