Published On: বুধ, সেপ্টে ১৩, ২০১৭

খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগের পরীক্ষা বাতিলের দাবিতে ছাত্র সমাজের বিক্ষোভ

Share This
Tags

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীনস্থ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনুষ্ঠিত গত ২৫ আগস্টের লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র সমাজ। বুধবার বেলা সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সামনে থেকে সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভকারীরা মিছিল বের করে শাপলা চত্ত্বর অভিমুখে যেতে চাইলে কলেজ গেইট এলাকায় পুলিশ বাধা দেয়। পরবর্তীতে মিছিলকারীরা ঘুরে গিয়ে জেলা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে স্বর্ণিভর বাজারে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে সম্মিলিত ছাত্র সমাজের আহ্বায়ক নয়ন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ত্রিপুরা ইয়ং স্টুডেন্টস ফোরাম(টিওয়াইএসএফ) সদর উপজেলা শাখার সভাপতি টিটো ত্রিপুরা, ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক জেসিন চাকমা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খাগড়াছড়ি পৌর শাখার সদস্য হিরো চাকমা প্রমুখ।

বক্তারা, শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদের লাগামহীন দুর্নীতি রুখে দিতে সর্বস্তরের জনগণের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া প্রশ্নপত্র ফাঁস করে গত ২৫ আগস্ট অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অবিলম্বে বাতিল করে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অনুরোধ জানান।

About the Author

উপরে