Published On: মঙ্গল, সেপ্টে ১২, ২০১৭

এম এন লারমার জন্মদিনে আলোচনা সভার আয়োজন করছে জেএসএস

Share This
Tags

আগামী ১৫ সেপ্টেম্বর ২০১৭ পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, সাবেক সংসদ সদস্য, জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত ও বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা)’র ৭৮তম জন্মদিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে রাঙ্গামাটির রাজবাড়ি এলাকাস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল ১০.০০ ঘটিকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাকমা সার্কেলের চীফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। আলোচক হিসেবে উপস্থিত থাকবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়াম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

About the Author

উপরে